Top 5 Best Google Chrome Extension In 2021
2019 এর জুলাই পর্যন্ত স্ট্যাটিস্টিক দেখা গেছে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার হল Google Chrome Browser। যেখানে তার ইউজার সংখ্যা প্রায় 80.9 শতাংশ, অন্যদিকে Microsoft-এর বহুল আলোচিত ইন্টারনেট এক্সপ্লোরার ইউজার সংখ্যা মাত্র 3.3 শতাংশ, এক্ষেত্রে এগিয়ে আছে ফায়ারফক্স ব্রাউজার যার ইউজার সংখ্যা 9.3 শতাংশ।
যদিও বলা হয়ে থাকে যে Chrome Browser কিছুটা স্লো কিন্তু সব দিক থেকেই বেস্ট, কারণ এর অসাধারণ ইন্টারফেস এবং মাল্টি ফাংশনালিটি। আর আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্য ক্রোম ব্রাউজার ডিফল্ট ইউজ করার এক্সপেরিয়েন্স নিয়েছেন। তবে পিসি বা পারসোনাল কম্পিউটার ক্ষেত্রে মেনুয়ালি ডাউনলোড করে ইউজ করতে হয়।
ক্রোম ব্রাউজারের এত ইউজার হওয়ার পেছনে অন্যতম প্রধান একটি কারণ হলো এক্সটেনশন ইউজ এর সুবিধা। ক্রোম ওয়েবস্টরে অসংখ্য পরিমাণ এক্সটেনশন রয়েছে যথার্থ এক্সটেনশনটি খুঁজে বের করতে পারলে আপনি আপনার কাজ অনেক দ্রুত গতিতে করতে পারবেন।
আজকের টপ ফাইভ এক্সটেনশন গুলো হল যথাক্রমে –
নিছে আর কিছু এক্সটেনশন এর নাম দেয়া হল, চেক করে দেখতে পারেন –
Honey
Download Manager
HTTPS Everywhere.
I don’t care about cookies. …
Dalton colorblindness extension. …
Speedtest
The Great Suspender।