The Best Productivity Software in 2021 | Increase your efficiency
আজকে আপনাদেরকে টপ থ্রি বেস্ট প্রোডাক্টিভ কম্পিউটার অ্যাপ্লিকেশন এর কথা বলবো। কম্পিউটারে কিছু স্পেসিপিক কাজের গতিকে অনেক গুন বাড়িয়ে তোলে। বর্তমানে বলতে গেলে সব কাজেই কম্পিউটারে করতে হয় আর এই কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য আমরা কত কিছুই না করি Ram আপগ্রেড করা থেকে শুরু করে গ্রাফিক্স কার্ড পরিবর্তন। কিন্তু এমন কিছু এপ্লিকেশন আছে যেগুলো ব্যবহারে আপনার কাজের গতি বাড়তে পারে কয়েক-গুণ। অ্যাপ্লিকেশন গুলো কমন কিন্তু অনেকেরই অজানা .
Best productivity software are:
- Post Image – Screenshot
- Ditto Clipboard – Clipboard
- Google Backup and Sync
Post Image
পোস্ট ইমেইজ মুলত সহজে স্ক্রিনশট তুলতে সাহায্য করে এটি একটি ফ্রী সফটওয়্যার এবং ইচ্ছা মত আপলোড করার সুবিধা দিয়ে থাকে। ডেক্সটপ থেকে আপলোড করার পর আপনাকে একটা শর্ট লিংক দিবে যেটি আবার আপনি শেয়ার করতে পারেন। যে কেউ এই লিংকে গেলে আপনার শেয়ার-কৃত ছবি দেখতে পাবে।
ইন্সটল করার পর অটোমেটিক উইন্ডোস টাস্কবারে শো করবে । যখন স্ক্রিনশট তোলার দরকার তখন কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়েস্ট (Print Scrren Sys Rq) সাধারণত এটি কি-বোর্ড F12 এর পরে থাকে। কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়েস্ট ক্লিক করলে কম্পিউটারের পুরো স্ক্রীন ব্লক আকারে দেখাবে সেখান থেকে ইচ্ছামতো রি-সাইজ করে স্ক্রিনশট নেওয়া যায় ।
এপ্লিকেশনটি স্ক্রিনশট নেওয়ার সময় সার্ভারে আপলোড, প্রিন্ট, শেয়ার এবং এডিট করার মতো কিছু সুবিধা দিয়ে থাকে।
Ditto Clipboard – Best Productivity Software
আজকের লিস্ট এর মধ্যে সেরা অ্যাপ্লিকেশন হল দিত্ত ক্লিপবোর্ড। এইসব অ্যাপ্লিকেশন এর জন্যই ব্যবহার করতে পারেন।মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে শুরু করে ফটোশপের ফটো এডিটিং সবকিছুতেই কিন্তু এই সফটওয়্যার টি বেশ ইউজফুল পেয়েছি। কম্পিউটার থেকে বার বার কপি পেস্ট করার ঝামেলাটা এখানে এড়ানো যায়।
সবথেকে বড় সুবিধা হল কপি করা সব ধরনের ফাইলের নাম অনুযায়ী সার্চ করে এখান থেকে বের করা যায়। ধরুন আপনি কোন ধরনের অ্যাসাইনমেন্ট করে থাকলে আপনাকে নানান ধরনের ইনফর্মেশন কপি করতে হয় সে ক্ষেত্রে যদি এই ক্লিপবোর্ড ইউজ করেন তাহলে সবকিছু পর্যায়ক্রমে জমা হয়ে থাকে।
প্রয়োজনমতো ক্লিপবোর্ড থেকে ইনফরমেশন নিয়ে ওয়ার্ড ফাইলে এড করা যায়অন্যদিকে ক্লিপবোর্ড এর মাধ্যমে পিকচার কপি করে গুগল থেকে পিকচার কিন্তু আপনি ইউজ করতে পারেন যাস drag-and-drop করে।এছাড়াও এডিটিং করার সময় যে ধরনের এলিমেন্টের প্রয়োজন পড়ে সেই এলিমেন্ট গুলো কপি করে কিন্তু ক্লিপবোর্ডে রেখে দেওয়া যায়। আবার ধরুন আপনি যদি ওয়েবসাইট থেকে কোন ধরনের লেখা কপি করেন সেই পুরো লেখাটি আপনি যখন দিত্ত ক্লিপবোর্ড থেকে drag-and-drop করবেন তখন সেটি টেক্সট ফাইল আকারে অটোমেটিক সেভ হয়ে যায়।
দিত্ত ক্লিপবোর্ড এর মধ্যে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে গ্রুপ তৈরি করতে পারেন ধরুন আপনি কোনো এডিটিং প্যানেলে থাকাকালীন ছবির জন্য একটা গ্রুপ করলেন টেক্সটের জন্য একটা গ্রুপ করলেন এবং এ ধরনের ছোট ছোট ইনফরমেশন গুলো আপনি খুব সহজেই বের করতে পারবেন সার্চ অপশন এ গিয়ে সার্চ করে।
Google backup and sync
খুব সহজে আপনার গুগুল ড্রাইভের সাথে কম্পিউটারের কানেক্ট করতে পারেন। এক্ষেত্রে সুবিধা হলো আপনি যদি কম্পিউটারে কোন ফাইল ক্রিয়েট করেন তাহলে সেটা অটোমেটিক ড্রাইভার মধ্যে ব্যাকআপ হয়ে থাকবে ঠিক এমন ভাবেই যদি আপনি ড্রাইভ এর মধ্যে কোন ফাইল ক্রিয়েট করেন তাহলে অটোমেটিক কম্পিউটারের মধ্যে সেটা ডাউনলোড হয়ে থাকবে
আপনি যদি কোন ফাইল এডিট করতে চান তাহলে সেটা কম্পিউটার থেকে ওপেন করলেও পারবেন কিংবা ড্রাইভ থেকে ওপেন করলেও পারবেন উভয় ক্ষেত্রেই ফাইল অটোমেটিক ব্যাকআপ হয়ে থাকবে। আর আপনি আপনার যত ধরনের ডিভাইস আছে সব ডিভাইসের মধ্যে এটি কানেক্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি সব ডিভাইস থেকে যেকোন সময় যেকোন স্থান থেকে ইউজ করতে পারবেন।
Download and Installation
- Download Post Image – Screenshot
- Download Ditto Clipboard – Clipboard
- Download Google Backup and Sync
ধন্যবাদ 🙂