How to Find Best Domain Name | DNS | IP
কেন এই আর্টিকেল টি পড়বেন ?
এই আর্টিকেল + ভিডীওটি দেখলে আপনি যা কিছু শিখতে পারবেনঃ-
- What is a Domain Name?
- Domain Name System
- What is DNS and how it works?
- What is a DNS Server?
- How to Find a Good Domain Name?
- How to Pick a Good Domain Name?
- Domain Name Registration
- How To Buy Domain Name?
ডোমেইন নেইম কি ? কিভাবে ভালো একটি ডোমেইন নেম খুঁজে নেবেন ?
বর্তমানে প্রায় সব ধরনের বিজনেসে একটা ওয়েবসাইট থাকে। আর এই ওয়েবসাইটের যে নামটা থাকে তাকে বলা হয় ডোমেইন নেইম ।উদাহরণ হিসেবে আমরা যদি ই- কমার্স সাইট অ্যামাজনের কথা বলি তাহলে amazon.com হলো অ্যামাজনের জন্য ডোমেইন। ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পড়ে ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম আর হোস্টিং হলো যেখানে আপনার ওয়েবসাইট এর সমস্ত ফাইল সেভ করে রাখা হয়।
আপনি যখন নতুন বিজনেস শুরু করতে যাবেন তখন অবশ্য এই সমস্যায় অনেকেই পড়েছেন, ভালো একটা ডোমেইন নেম খুঁজে বের করার। কিন্তু দেখা যায় ভালো ডোমেইন পাওয়ার পরও সেটা এভেলেবেল থাকেনা,আর এভেলেবেল থাকলেও পছন্দের ডোমেইন নেমটি প্রিমিয়াম লেভেলে থাকে।
তো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট একটা ডোমেইন নাম খুঁজে বের করতে পারেন ?আপনার বিজনেস এর জন্য ভালো ডোমেইন খুঁজে বের করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে তা হলো একটি কিওয়ার্ড বেছে নিতে হবে, আপনার বিজনেস এর সাথে মিল আছে এমন।
ধরুন, আপনি যদি এমন একটি বিজনেস করতে চাচ্ছেন যেখানে আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করবেন আর প্রোডাক্টগুলো টেকনোলজি রিলেটেড তাহলে আপনার কিওয়ার্ড হবে টেকনোলজি। একইভাবে আপনি যদি ফটোগ্রাফি রিলেটেড কোন বিজনেস করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার কীওয়ার্ডটি হবে ফটোগ্রাফি ।
Best Domain Name
টপ ডোমেইন নেম হল .com / .org / .net চেষ্টা করবেন এই তিনটি নামের মধ্যেই আপনার ডোমেইনটি নেওয়ার জন্য। আপনার প্রতিষ্ঠান যদি কোন ধরনের অর্গানাইজেশন হয় তাহলে .org নিবেন একান্তই যদি প্রয়োজন পড়ে। তাছাড়া চেষ্টা করবেন .com ডোমেইন নেয়ার জন্য , কারন এটি জনপ্রিয় , খুব সহজে মনে রাখা যায় আর সহজেই প্রোমট করা যায় ।
আপনি সরাসরি ব্রাউজার থেকে যাবেন https://leandomainsearch.com/ এবং সেখানে আপনি আপনার কীওয়ার্ডটি লিখে সার্চ করবেন সেখানে আপনি অনেকগুলো কী-ওয়ার্ড দেখতে পাবেন। আপনি সেখান থেকে প্রয়োজনে পছন্দমত যেকোন একটি সিলেক্ট করে নিবেন। আর এখানে যতগুলো ডোমেইন আছে সবগুলোই ডটকম লেভেল এর ডোমেইন নেইম। আর যদি বাল্ক আকারে মানে অনেক কি-ওয়ার্ড নিয়ে একসাথে কাজ করতে চান তাহলে সরাসরি যাবেন এই লিংকে http://www.bustaname.com/ এখান থেকে আপনি কি ওয়ার্ড মাল্টিপল ভাবে অ্যাড করে তারপর আপনি সিলেক্ট করতে পারবেন আপনার জন্য পছন্দ ডোমেইন নামটি।
ডোমেন নেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কী-ওয়ার্ডটি এমনভাবে বাছাই করতে হবে যাতে এটি সহজে মনে থাকে। ধরুন আপনি আপনার ফ্রেন্ড কে বলতেছেন,সে যেন এক কথায় মনে রাখতে পারে এবং সহজে সার্চ করে লিখতে পারে এখন আপনি যদি একটা কিওয়ার্ড নেন খুবই আনকমন যেমন ধ্রুবতারা কিন্তু এটি যদি সে বানান করতে না পারে বা লিখতে না পারে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট খুঁজে পাবে না।
তাই কিওয়ার্ড বাছাই করার সময় এমন একটি নাম নিবেন যেটি সহজে সবার মনে থাকে এবং অবশ্যই দুইটি কীওয়ার্ডের হতে হবে বা এক্সটেনশন যুক্ত কিওয়ার্ড Keyword .com Best + Keyword+ .com Best + Keyword+ .com Keyword + bd+ .com আপনার সাইটটি যদি সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক হয়ে থাকে তাহলে বাংলাদেশের ডোমেইন .com.bd নেয়ার চেষ্টা করবেন।
প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইপি অ্যাড্রেস থাকে, আর আই পি এড্রেস টা থেকে একটা রেনডম নাম্বার. আপনি যখন একটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করেন তখন ব্যাপারটা এমন যে একটা আইপি অ্যাড্রেস যা একটা নাম দিয়ে সেভ করা হয়।
যখন আপনি আপনার ব্রাউজারে কোন ওয়েব এড্রেস লিখে সার্চ করেন তখন প্রথমে এটি DNS server এ গিয়ে আপনার Ip address লোকেট করে। ডিএনএস সার্ভার আপনার আইপি এড্রেসটি বের করতে পারলে সেটি আবার name server তে রিডাইরেক্ট করে । এই নেইম সার্ভারটী একটি কম্পিউটার দারা পরিচালিত বা আপনার হোস্টং প্রোভাইডার পরিচালোনা করে থাকেন। যাকে web server ও বলা হয়। ওয়েব সার্ভারের মোধ্য স্পেশাল সফটওয়্যার ইন্সটল থাকে তার মোধ্য বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সার্ভারটি অ্যাপ্লিকেশন হল Apache web server software ।
ধরুন আপনার ওয়েবসাইটটি হল আপনার বাড়ি, আপনার বাড়ির একটা এড্রেস আছে আপনি যদি কাউকে এক সেকেন্ডে আপনার বাড়ির এড্রেস বলে দেন তাহলে হয়তো সে মনে নাও রাখতে পারে। এজন্য অ্যাড্রেস আমরা প্রায় সময় মেসেজ করে থাকি কিংবা বলে দেই যে যাতে সুন্দর মত লিখে নিতে পারে।
ধরুন বাড়ির ল্বমা এড্রেসের পরিবর্তে জাস্ট কেউ যদি লিখে house.com তাহলে এবং আপনার বাসার এড্রেসে চলে আসে তাহলে ব্যাপারটা অনেক মজার ঠিক একইভাবে ডোমেইন নেম কাজ করে
এটা করা হয় কারণ এটা খুবই জটিল বিষয় হয়ে যাবে যদি প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি এড্রেস আমরা মুখস্ত করতে থাকি।পরে দেখা যাবে ওয়েবসাইট ইউজ করার জন্য একটা নোটবুক নিয়ে বসতে হবে যেখানে সবগুলো আইপি অ্যাড্রেস লেখা থাকবে আমরা বসে বসে address input করবো। ভাবতেই অবাক লাগে!